রাষ্ট্রপতির বিমানসহ দেশে ফিরেছে হাজিদের ৩টি ফ্লাইট

|

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। রোববার (২ জুলাই) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে বহনকারী ফ্লাইটসহ তিনটি ফ্লাইট দেশে ফিরেছে।

রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রথম ফ্লাইটেই দেশে ফেরেন ৩৩৩ হাজি। এছাড়া রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি রাত তিনটার দিকে ঢাকায় পৌঁছায়। এতেও বেশকিছু হাজি দেশে ফেরেন।

তৃতীয় ফ্লাইটটি সোমবার ভোর ৬টায় ঢাকায় পৌছায়। দেশে আসা হাজিদের মধ্যে হজব্রত পালনের তৃপ্তি ছিলো সবার চোখে-মুখে। হজের সার্বিক ব্যবস্থাপনায়ও সন্তোষ জানিয়েছেন হাজিরা।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, ফিরতি হজযাত্রায় এক লাখ বাইশ হাজার ৮৮৪ জন মুসল্লি নির্বিঘ্নেই ফিরবেন দেশে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply