দুর্নীতি-সন্ত্রাস, অর্থপাচার ছিল বিএনপি-জামায়াতের প্রধান কাজ: প্রধানমন্ত্রী

|

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০০১ সালে ক্ষমতায় এসে দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার আর তাণ্ডবই ছিল বিএনপি-জামায়াতের প্রধান কাজ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ জুলাই) সকালে তিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত ক্ষমতায় থেকে সন্ত্রাস, নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারেনি। তাদের অপকর্ম আর দুঃশাসনের কারণেই এক-এগারোর সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ সব সময় মানুষের জন্য কাজ করে গেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হয়েছে।

এর আগে একইদিন সকাল দশটার দিকে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। গেলো ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১২ জুন অনুষ্ঠিত হয় খুলনা ও বরিশাল সিটির নির্বাচন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply