বিএনপি সংসদে থাকলে নির্বাচনকালীন সরকারে থাকার আইনগত ভিত্তি থাকতো: তথ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

বিএনপি সংসদে থাকলে নির্বাচনকালীন সরকারে থাকার আইনগত ভিত্তি থাকতো কিন্তু তারা যেহেতু নেই তাই তাদের সরকারে থাকার যৌক্তিকতা নেই। এমন মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। সেখানে শরিকদের নেয়া হবে কিনা সেটাও তিনিই নির্ধারণ করবেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মন্ত্রী দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী ভালো করছে বলেই জঙ্গিবাদ কমেছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু সন্ত্রাসী, আসামিদের ধরছে। কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের সঙ্গে নুরের কোনো যোগাযোগ নেই। প্যালেস্টাইনের রাষ্ট্রদূত নুরের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার যে অভিযোগ এনেছেন তার কোনো সদুত্তর নুর দিতে পারেনি বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply