সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন মার্টিনেজ

|

সংক্ষিপ্ত সফর শেষে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সময় কম হলেও সকলের ভালোবাসায় সিক্ত হন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই গোলরক্ষক।

এর আগে, সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দেন তিনি। দু’দেশের ফুটবল ও সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হয় বৈঠকে।

আরও পড়ুন: এমিলিয়ানোর দেখা পেয়ে মাশরাফী ‘মহাখুশি’

এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছায় মার্টিনেজসহ তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টার বিশ্রাম শেষে বাণিজ্যিক প্রতিষ্ঠান নেক্সট ভেনচার্সের অফিস পরিদর্শন করেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক। সময় কম থাকায় প্রায় ১১ ঘণ্টার এই ঝটিকা সফরে মার্টিনেজের সুযোগ হয়নি ভক্ত-সমর্থকদের সাথে দেখা করার।

আরও পড়ুন: যাদের টানে বাংলাদেশে এমি, সাক্ষাৎ পাচ্ছে না সেই ভক্তরাই

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply