দেশের সার্বভৌমত্ব কারো বাবার না: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

সেন্টমার্টিন দ্বীপ এই দেশের মাটি। দেশের সার্বভৌমত্ব কারো বাবার না। এই দেশের মানুষ সেটা রক্ষা করবে। কেউ সেন্টমার্টিন বেঁচে ক্ষমতায় যেতে পারবে না। এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন। বলেন, বিদেশে টাকা পাচার করতে সরকার মানুষের পকেট কাটছে।

মির্জা ফখরুল বলেন, নিজেদের দুর্নীতি হালাল করতে সব কিছুর দাম বাড়াচ্ছে সরকার। ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীল নকশা শুরু করেছে শেখ হাসিনা। সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তিনি।

বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। পুরো দেশটা খেয়ে ফেলেছেন। সময় থাকতে মানে মানে কেটে পড়েন। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply