তীব্র ঝড় ও শিলাবৃষ্টির কবলে স্পেনের ভ্যালেন্সিয়া

|

ভয়াবহ দাবদাহের পর এবার তীব্র ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়লো স্পেনের ভ্যালেন্সিয়া। অঞ্চলটিতে সোমবার (৩ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভ্যালেন্সিয়ার উত্তর উপকূলে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আশপাশের কিছু কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও জারি হয়েছে। সোমবার ঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি ব্যাপক বজ্রপাতও হয় অঞ্চলটিতে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, অঞ্চলটিতে এই ধরনের শিলাবৃষ্টি প্রায় নজিরবিহীন। বজ্রপাত ও ঝড় হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলেও। মন্টা-নেজোসে মাত্র এক ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আরও কয়েকদিন ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply