বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে তার চিংড়ি খামারের ঘৈ ঘরের নিচে মাটি চাপা অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত হানিফ হাওলাদার জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহত কারাপাড়া বাজার এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী আপনের অস্ত্র এগুলো। আটক মো. হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। মো. হানিফ হাওলাদার ঘের ব্যবসার পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকদিন হানিফের ওপর নজরদারি করছিল পুলিশ। এক পর্যায়ে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে। বিক্রয়ের উদ্দেশে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। সেই সূত্র ধরেই তাকে আটক করা হয়। আদালতে তার রিমান্ড আবেদন করা হবে।
ইউএইচ/
Leave a reply