রাজশাহীতে কাঁচা বাজারে অভিযান চালিয়ে এক মরিচ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে নগরীর মাস্টারপাড়া এলাকায় অবস্থিত সবচেয়ে বড় সবজির বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিদফতর।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। পাইকারি বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা দরে।
তিনি আরও জানান, বাজারে মরিচের সংকট না থাকলেও একটি চক্র অসৎ উদ্দেশ্যে গুজব ছড়িয়ে বেশি দামে বিক্রি করছে। অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে বেশ কয়েকজন কাঁচা মরিচ ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারাদেশের ন্যায় রাজশাহীতেও এ অভিযান চলমান রয়েছে। কেউ আইনের ব্যত্যয় করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান এ কর্মকর্তা।
এএআর/
Leave a reply