ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন মাইক্রোব্লগিং সাইট আনার ঘোষণা দিয়েছেন ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গ। আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) এই অ্যাপ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন জাকারবার্গ। খবর বিবিসির।
ধারণা করা হচ্ছে, টুইটারের মতো এই অ্যাপ ব্যবহার করতে কোনো পয়সা খরচ করতে হবে না। ফেসবুকের মতো বিনামূল্যে ব্যবহার করা যাবে এটি। ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করা থাকবে বলেও জানা গেছে।
সম্প্রতি টুইটারের মতো বেশ কয়েকটি মাইক্রোব্লগিং সাইট এসেছে, তবে সেগুলো টুইটারকে টেক্কা দিতে পারেনি। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্রুথ নামে এক মাইক্রোব্লগিং সাইট এনেছিলেন। তবে তা বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি।
/এটিএম/এমএন
Leave a reply