অশ্লীলতার অভিযোগের উত্তরটা দর্শকই দিয়ে দিচ্ছে: রায়হান রাফী

|

সংবাদ সম্মেলনে 'সুড়ঙ্গ' সিনেমার পরিচালক রায়হান রাফী।

আহমেদ তাওকীর:

রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রেখেছেন টিভি ও ওটিটির জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো। আর প্রথম সিনেমায়ই বাজিমাত করেছেন তিনি। দেখা দিয়েছে টিকেট সঙ্কট! তবে এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সুড়ঙ্গ সিনেমার ক্লিপ। কেউ কেউ তুলেছেন অশ্লীলতার অভিযোগ। এসব ইস্যুতে কথা বলতে সুড়ঙ্গ সিনেমা টিম আয়োজন করে সংবাদ সম্মেলনের।

সামাজিক মাধ্যম থেকে সিনেমা হল সর্বত্র যখন ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বাস ঠিক তখনই সামনে এলো অনাকাঙ্ক্ষিত বিতর্ক! মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর একটি সিনেমা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি নিয়ে অভিযোগ তোলেন নির্মাতা রায়হান রাফি।

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি বলেন, মানুষের হাতে তো এখন ফোন আছে। অনেকেই এক্সাইটেড হয়ে সিনেমার দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। এটা বন্ধ করার ব্যবস্থা নেয়া হচ্ছে। এরমধ্যেও আবার একটা দল আছে যাদের প্রশ্ন হলো ‘সুড়ঙ্গ এতো হিট কেনো!’ শেষ দৃশ্যে নাকি থ্রিলার আছে, এসব কারণেও অনেকেই মাঝখানের ক্লিপগুলো ছেড়ে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ডিলিট না করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান সুড়ঙ্গের প্রযোজক শাহারিয়া শাকিল। তিনি বলেন, এই ব্যাপারটা যেভাবে অ্যাডজাস্ট করা দরকার সেটা আমরা করেছি। আমরা আইনগত প্রক্রিয়ার কথাও ভাবছি। ডিজিটাল সিকিউরিটি নিশ্চিত করার চেষ্টা করছি।

সুড়ঙ্গের প্রযোজক শাহারিয়া শাকিল।

‘সুড়ঙ্গ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। প্রথমবারের মত রূপালি পর্দায় জুটি বেধে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন নিশো-তমা জুটি।

সংবাদ সম্মেলনে ‘সুড়ঙ্গ’কে অশ্লীল সিনেমা বলার প্রতিবাদ জানিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, বাংলাদেশের মানুষের হাতে এখন ফেসবুক আছে, সেখানে সবাই কথা বলতে পারে। এই সিনেমা অশ্লীল হলে প্রথম দিনের পরই শো নামাইতে হতো। আমরা লজ্জায় মুখ দেখাতে পারতাম না। মানুষ সিনেমা দেখতে আসতো না। কিন্তু, শো তো এখন হাউসফুল। এবং, বেশিরভাগ দর্শকই নারী। তাহলে প্রশ্ন হলো এরা কারা? অশ্লীলতার অভিযোগের উত্তরটা দর্শকই দিয়ে দিচ্ছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (৩ জুলাই) দর্শকের সাথে হলে বসে সিনেমা দেখেছেন ‘সুড়ঙ্গ’ টিম। মুক্তির পর থেকেই নানা ইতিবাচক মন্তব্য পাচ্ছে সিনেমটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply