চলতি বছর রাশিয়ার সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে ১ লাখ ৮৫ হাজারের বেশি সেনা। রয়টার্সের খবর।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৪ জুলাইয়ের মধ্যে নিয়মিত সেনাবাহিনীর বিভিন্ন র্যাংকে নিয়োগ পেয়েছেন তারা। এর বাইরেও রিজার্ভের জন্য নেয়া হয়েছে ১ লাখের বেশি সেনা।
রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, মার্সেনারিদের অভ্যুত্থানের চেষ্টার কোনো প্রভাব পড়েনি ইউক্রেনে চলমান সামরিক অভিযানে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ও স্বেচ্ছাসেবীরা দেশের প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা করছে বলেও দাবি করেন সাবেক রুশ প্রেসিডেন্ট।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মেদভেদেভ জানান, গত সপ্তাহেও চুক্তি স্বাক্ষর করে সেনাবাহিনীতে যোগ দিয়েছে প্রায় ১০ হাজার মানুষ।
আরও পড়ুন: মস্কোয় হামলার চেষ্টা কিয়েভের, ৫টি ড্রোন ধ্বংসের দাবি ক্রেমলিনের
/এম ই
Leave a reply