সাধারণত এপ্রিল-অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন-সেপ্টেম্বর এই চার মাসকে মূল মৌসুম হিসেবে বিবেচনা করে থাকেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু জ্বরের প্রধান কারণ এডিস মশার কামড়, এটি কারও অজানা নয়। ফলে মশা নিয়ন্ত্রণই হতে পারে ডেঙ্গু থেকে পরিত্রাণের সর্বোত্তম উপায়। এডিস মশার জন্ম ও বংশ বিস্তারের প্রক্রিয়া বিবেচনায় নিলে শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগে তা নিয়ন্ত্রণ দুরূহ বিষয়। বরং কীটতত্ত্ববিদদের মতে, ব্যক্তি পর্যায়ে এডিস মশার বংশ বিস্তার রোধ বয়ে আনতে পারে উল্লেখযোগ্য সাফল্য।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে আপনি যা করতে পারেন
- মশার উৎপত্তিস্থল, বংশবিস্তার বন্ধে ব্যবস্থা নেয়া, প্রয়োজনে জনপ্রতিনিধিদের অবহিত করা।
- নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে, সেটি নিশ্চিত করা।
- বাড়ির ছাদে কিংবা বারান্দায় ফুলের টব বা পরিত্যক্ত পাত্র থাকলে তা নিয়মিত পরিষ্কার করা।
- নিয়মিত বাসার আশপাশে ওষুধ স্প্রে করা।
- মশার কামড় থেকে সুরক্ষায় যথাসম্ভব সাদা বা হালকা রঙের ফুলহাতা পোশাক পরা।
- মশার উৎপাত বেশি হলে হাতে-পায়ে মশা নিরোধক মলম ব্যবহার করা।
- ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে নেয়া।
কীটতত্ত্ববিদরা জোর দিয়ে বলছেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব নয়। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে পরিছন্নতা অভিযান পরিচালনা করলে দ্রুত মিলতে পারে সুফল।
এটিএম/
Leave a reply