হেডিংলি টেস্টে ইংল্যান্ডের একাদশে তিন পরিবর্তন; ফিরলেন মঈন

|

ছবি: সংগৃহীত

অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য একাদশে তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। বাঁচা-মারার ম্যাচটি দিয়ে সাদা পোশাকের সংস্করণের একাদশে ফিরেছেন দুই পেসার ক্রিস ওকস ও মার্ক উড এবং অলরাউন্ডার মঈন আলী।

বর্ষীয়ান পেসার জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দেয়া হয়েছে। কাঁধের ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে যাওয়ায় ব্যাটার অলি পোপ স্বাভাবিকভাবেই নেই। জায়গা পাননি পেসার জশ টং।

ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন সহ-অধিনায়ক অলি পোপ। সে কারণে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। ধারনা করা হচ্ছিল তার পরিবর্তে একাদশে আসতে পারেন ড্যান লরেন্স। কিন্তু সেটা না করে হ্যারি ব্রুককে ব্যাটিং অর্ডারের তিনে আনা হয়েছে। আর চারে খেলবেন জো রুট।

সিরিজের প্রথম দুই টেস্টে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। ঘুরে দাঁড়াতে হেডিংলিতে বেন স্টোকসের দলের জয়ের বিকল্প নেই।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply