বিমসটেক সম্মেলেনের সাইড লাইনে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যায় কাঠনাণ্ডুর হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে নতুন উচ্চতায় নেয়ার ইচ্ছা প্রকাশ করেন দু’নেতা। দুই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী। চলতি বছর এ নিয়ে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এর আগে দুপুরে নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা বাড়ানোর পাশাপাশি নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য একটি সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে আলোচনা হয় দুই নেতার।
Leave a reply