ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব; বিমসটেক সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

|

কয়েক ঘণ্টার সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলীয় সচিব সৌরভ কুমার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বুধবার (৬ জুলাই) দুপুর বারোটায় শুরু হয় এই বৈঠক। এতে অংশ নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলীয় সচিব সৌরভ কুমার। আগামী ৯ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণই ছিল এই বৈঠকের প্রধান এজেন্ডা। এর পাশাপাশি বাংলা ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু উঠে আসে এই বৈঠকে; যা নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্র বিষয়ক সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আগামী ৩০ নভেম্বরের থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ডিসেম্বর থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপের দায়িত্ব পাবে বাংলাদেশ। বিমসটেকের জোটভুক্ত দেশের মধ্যে বিদ্যুতের গ্রিড যুক্ত করা যায় কিনা, এমন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply