নুরুল হক নূরের সকল তৎপরতা দলীয় গঠনতন্ত্র ও মূলনীতি পরিপন্থী, এমন অভিযোগ করা হয়েছে গণঅধিকার পরিষদের একাংশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংবাদ সম্মেলনে। অপরদিকে এই সংবাদ সম্মেলনকে ভিত্তিহীন উল্লেখ করে নূর বলেছেন, সরকারের বিভিন্ন এজেন্সির ফাঁদে পা দিয়ে দলের সাথে বেঈমানি করেছে দলে অবস্থান হারানো কিছু ব্যক্তি।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা সদস্য সচিব নুরুল হক নূরের বিভিন্ন কর্মকাণ্ডকে গঠনতন্ত্র ও মূলনীতির পরিপন্থী উল্লেখ করে আহ্বায়ক হিসেবে ড. রেজা কিবরিয়া বহাল আছেন বলে ঘোষণা করেন। বলেন, কাউন্সিলের দিন ধার্য করে পরিকল্পিতভাবে দলকে ভাঙ্গনের দিকে ঠেলে দিচ্ছেন নুরুল হক নূর।
একই দিনে জাতীয় প্রেসক্লাবের অন্য একটি অনুষ্ঠানে নুরুল হক নূর দাবি করেন, দলের গঠনতন্ত্র অনুসারেই ড. রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে এবং যথা সময়েই গণঅধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এটিএম/
Leave a reply