সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য পরস্পর বিরোধী: রিজভী

|

ছবি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ফাইল ফটো

আওয়ামী লীগ নেতাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগেই হাওয়ায় মিলিয়ে যায়। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পরস্পর বিরোধী বক্তব্যে জনগণের কাছে তারা জাতীয় তামাশার মুখপাত্র হিসেবে বিবেচিত হয়েছেন। জাতির সঙ্গে তামাশা করাটাই আওয়ামী লীগের ‘পপুলার সংস্কৃতি’। এরা দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে নির্বিকার ও গণতান্ত্রিকভাবে। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন আশা করা সূর্য পূর্ব থেকে পশ্চিমে ওঠার শামিল।

রিজভীর দাবি, পুরো ভোট বাতিলের ক্ষমতা কেড়ে নিয়ে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের প্রস্তাবে আরপিও সংশোধনী বিল পাস করেছে ভুয়া ভোটের সংসদ সদস্যরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply