দিনাজপুরে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার রাতে কাহারোলের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাকবলিত দুটি গাড়িতেই আগুন লেগে যায়। এতে সম্পূর্ণ পুড়ে হয় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে দুই চালক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply