পাকিস্তানে ভারি বৃষ্টি-বন্যায় নিহত ১১

|

ভারি বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের দুই প্রদেশ পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া। বুধবার পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করেছে সরকার। আহত হয়েছে আহত ১৪ জন। খবর রয়টার্সের।

পাঞ্জাবের অন্তবর্তীকালীন মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি জানান, ২৪ ঘণ্টায় লাহোরে রেকর্ড করা হয়েছে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত। শহরটিতে বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ বাসিন্দার। তাছাড়া শিশুসহ আরও ৬ বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।

এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতিই এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এরমধ্যে নতুনভাবে এলো দুর্যোগের ধাক্কা।

২০২২ সালে ভয়াবহ বন্যায় পাকিস্তানে প্রাণ যায় ১৭শ’র বেশি মানুষের। পানিতে ডুবেই ১০ লাখের বেশি গবাদি পশুর মৃত্যু হয়। বাস্তুচ্যুত হন ৮০ লাখের বেশি মানুষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply