Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে অভিযোগের আঙুল উঠেছে মুন্সিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিলের বিরুদ্ধে। শাকিল ওই কিশোরীকে ভয় দেখিয়ে ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত সাড়ে ১২ থেকে দিকে হাসপাতালে পুরাতন ভবনের ছাদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল মোল্লাকান্দি ইউনিয়নের মো. হাবিবুরের ছেলে। তারা শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরী জানান, তার মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়ায় প্রায় মায়ের জন্য হাসপাতালে আসা-যাওয়া ছিল তার। মঙ্গলবার রাতে মায়ের সাথে হাসপাতালেই অবস্থান করছিল সে। এ সময় ৪-৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিল স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে আসলে প্রয়োজনের কথা বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেয় শাকিল। এতে অস্বীকৃতি জানালে একপর্যায় ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে হাসপাতালে ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায় সে।

বিষয়টি ভুক্তভোগীর মা জানলে তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। এদিকে এ ঘটনার পর থেকেই বিভিন্নভাবে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আছে। একাধিকবার আপসের চেষ্টাও চালিয়েছে অভিযুক্তরা। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও অভিযুক্ত শাকিলকে পাওয়া যায়নি।

এ নিয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় শাকিল নামের একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এসজেড/

Exit mobile version