Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ২২০০ বার কেঁপে উঠলো আইসল্যান্ড, বড় প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

২৪ ঘণ্টায় ২ হাজারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকে। দেশটির আবহাওয়া অফিস বলছে, এ সময়ের মধ্যে অন্তত ২২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এতে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। খবর খালিজ টাইমসের।

গত মঙ্গলবার (৪ জুলাই) শুরু হয় এই কম্পন। আইসল্যান্ডের আবহাওয়া দফতর (আইএমও) জানিয়েছে, কম্পনের উৎসস্থল ফাগরাডাল্‌সফিয়ল পর্বতের নিচে। এই পর্বতটি আগ্নেয়গিরির উপর রয়েছে। গত দু’বছরে দুইবার অগ্ন্যুৎপাত হয়েছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের রেইকজেনসে। গত ২৪ ঘণ্টায় যে কম্পন হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কম্পনটি হয়েছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম ভাগেই। ফলে বড়সড় অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বলা হচ্ছে, এই ভূমিকম্প তারই আভাস।

আইএমও বলছে, ২৪ ঘণ্টায় যে ভূমিকম্প হয়েছে তার বেশির ভাগই মৃদু কম্পন। তবে তার মধ্যে সাতটি মাঝারি ধরনের কম্পন হয়েছে। আরও বেশ কয়েকবার হতে পারে কম্পন এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। তেমন কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version