প্রথম ৬ মাসেই স্পেনের সমুদ্রপথে মৃত্যু প্রায় ১ হাজার অভিবাসনপ্রার্থীর, দাবি পর্যবেক্ষক সংস্থার

|

বছরের প্রথম ছয় মাসেই, স্পেনে পাড়ি দেয়ার সময় সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১ হাজার অভিবাসনপ্রার্থী। বৃহস্পতিবার (৬ জুলাই) এ তথ্য প্রকাশ করে পর্যবেক্ষক সংস্থা ক্যামিনেন্দো ফ্রন্তেরাস। খবর আল জাজিরার।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসে এই রুট পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয়েছে ৯৫১ জনের। ১৪টি দেশের নাগরিক রয়েছেন এই মৃতের তালিকায়। এর সবগুলোই আফ্রিকান ও আরব দেশ, রয়েছে শ্রীলঙ্কাও।

পর্যবেক্ষক সংস্থাটির দাবি, নিহতের তালিকায় রয়েছে ৪৯ জন শিশু। স্পেনে প্রবেশের এই সমুদ্রপথটি মানবপাচারকারীদের কাছে বেশ জনপ্রিয়। বিবৃতিতে বলা হয়, গড় হিসাবে প্রতিদিন ৫ জন অভিবাসনপ্রার্থীর মৃত্যু হয়েছে এই রুটে।লিপিবদ্ধ হওয়া ২৮টি বড় দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৭৭৮ জনের।

এদিকে, মানবাধিকারকর্মীরা বলছেন, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ঝুঁকিপূর্ণ পথটিতে নিখোঁজ হওয়া ১৯টি নৌকার এখনও কোনো সন্ধান মেলেনি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বছরের প্রথম ছ’মাসে দেশটিতে পৌঁছেছেন ১২ হাজারের বেশি অভিবাসনপ্রার্থী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply