তামিমকে ছাড়াই অনুশীলনে বাংলাদেশ দল

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ (৭ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে টাইগাররা। আকস্মিকভাবে অবসর নেয়ায় তামিম ইকবালকে ছাড়াই দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি সেরেছেন টাইগার ক্রিকেটাররা।

বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে হেরে ইতোমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এমন পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সবকিছু মিলিয়ে টাইগার শিবিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বয়ে যাচ্ছে এটা বলাই যায়।

এমন পরিস্থিতির মধ্যে টাইগারদের বাঁচা-মরার লড়াইয়ের শেষ মূহুর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে রেখেই প্রস্তুতি সেরেছে পুরো দল। তামিমের বদলি হিসেবে স্কোয়াডে ফিরেছেন ওপেনার রনি তালুকদার।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) হুট করে সংবাদ সম্মেলন ডেকে অবসরের কথা জানান তামিম ইকবাল। এরপর রাতেই জরুরি সভা ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি পরিচালকদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সভাপতি পাপন। সংবাদ সম্মেলনে অবসর ভেঙে তামিমের ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জানান, তামিমের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

/আরআইএম
 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply