আখাউড়ায় নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ২৫

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ক্লাবে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম মিয়া সুজন নামে আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রয়েছে। তাকে জুয়া খেলার আসর থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের রেলওয়ে জংশন স্টেশনের (রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ ৩জন এবং পৃথক অভিযানে শহরের ভূঁইয়া আবাসিক হোটেল থেকে দুই তরুণীসহ ২ জন খদ্দের এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৫ জনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে ক্লাবের অভিযানে নগদ ১ লাখ ৪০ হাজার ১১২ টাকা ও জুয়ার খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়ি ছাড়াও বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply