২৪ ঘণ্টার ব্যবধানে আবারও মার্কিন ড্রোনকে ধাওয়া রাশিয়ার

|

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও মার্কিন ড্রোনকে ধাওয়া দিল রাশিয়ার যুদ্ধবিমান। সিরিয়ার আকাশে ‘সু-থার্টি ফোর’ এবং ‘সু-থার্টি ফাইভ’ বিমানের ধাওয়া খেয়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের চালকবিহীন এমকিউ-নাইন রিপার। খবর এপির।

বৃহস্পতিবার (৬ জুলাই) এ ঘটনা ঘটে। পরপর দু’দিন একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ জানিয়েছে পেন্টাগন। এক বিবৃতিতে পেশাদার আচরণ করার জন্য রুশ বাহিনীর প্রতি আহবান জানিয়েছে তারা। মার্কিন বাহিনীর তরফ থেকে পরপর দু’দিনের ঘটনার ভিডিওফুটেজ প্রকাশ করা হয়েছে।

মার্কিন বাহিনী বলছে, হঠাৎ করে টহলরত ড্রোনের বিপজ্জনক দুরত্বে চলে আসে রুশ যুদ্ধবিমান। যাত্রাপথে বাধার তৈরির পাশাপাশি প্যারাসুট দিয়ে ধোঁয়া ছাড়া হয় রুশ বিমান থেকে। বিপদ টের পেয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয় ড্রোনগুলোকে।

যুক্তরাষ্ট্র বলছে, রুশ বাহিনীর হয়রানির শিকার ড্রোনে কোনো সমরাস্ত্র ছিল না। কেবল আইএস জঙ্গিদের ওপর নজরদারির জন্যই এগুলো ব্যবহৃত হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply