ইভিএম পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অভিযোগের সুযোগ থাকবে না: কাদের

|

ইভিএম পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অভিযোগের সুযোগ থাকবে না বলেই বিএনপি এইভাবে নির্বাচন চায় না। আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইভিএম একটি পরীক্ষিত পদ্ধতি। যার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছভাবে ভোটগ্রহণ সম্ভব। এই পদ্ধতি নিয়ে আপত্তি তোলায় বিএনপির সমালোচনা করেন তিনি।

আরপিও সংশাধনের জন্য নির্বাচন কমিশনের বৈঠকে একজন কমিশনারের নোট অব ডিসেন্ট দেয়াকে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, এটাই গণতান্ত্রিক কমিশনের বৈশিষ্ট্য।

নির্বাচনে হেরে গেলে কমিশন পক্ষপাত করছে আর জিতলে কমিশন ভাল কাজ করছে বিএনপির এই ধরণের মনোভাব থেকে সরে আসারও আহবান জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন বলে জানান ওবায়দুল কাদের।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply