লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্তে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্বার করেছে বিজিবি।
শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘলটারী সীমান্তে দলাইনামা ছড়ায় (কুমারপাড়া ঘাট) কলাগাছের ভেলায় একই গ্রামের বাসিন্দা রফিকুলের লাশ দেখতে পেয়ে পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে খবর দেয় স্থানীয়রা। তবে রহস্যের সৃষ্টি হয়েছে রফিকুলের মৃত্যু নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে রফিকুল (২৪), রবিউল (২৮) ও সোহেল (৩৫) নামের তিন যুবক সীমান্তের মেইন পিলার ৯৩৭ ও সাব পিলার ৩ (এস) এলাকা দিয়ে ভারতের গিতালদহ থানার দরিবস এলাকার সীমান্তে প্রবেশ করে। এর আনুমানিক দুই ঘণ্টা পর রবিউল ও সোহেল একটি ভেলায় করে গুলিবিদ্ধ রফিকুলের লাশ বাংলাদেশ অংশে রেখে সটকে পড়ে।
পরে, ভেলায় রফিকুলের লাশ দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রফিকুলের মরদেহ থানায় নিয়ে যায় আদিতমারী থানা পুলিশ। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় থানা পুলিশ কোনো মন্তব্য করেনি।
/এসএইচ
Leave a reply