দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

|

ইসরায়েলি সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি। ছবি: সংগৃহীত।

দখলকৃত পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দু’টি পৃথক হামলায় নাবলুসে মৃত্যু হয়েছে তিন ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছে, আল আকসা মার্টার্স ব্রিগেডের সদস্যসহ দুই সন্ত্রাসীর খোঁজে শুক্রবার (৭ জুলাই) সকালে শহরটিতে তল্লাশি অভিযান চালায় ইহুদি সেনারা। তাদের দাবি, গত সপ্তাহে ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে হামলার ঘটনায় জড়িত ছিল তারা। নাবলুসের একটি বাড়িতে তাদের অবস্থান ছিল। কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয় বাড়িটি।

ইহুদি বাহিনীর দাবি, লাউড স্পিকারে বারবার আত্মসমর্পণ করতে বলা হলেও ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য ছোড়া হয়। ফলে সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। আহত হয় আরও তিনজন।

অন্যদিকে রামাল্লা-র কাছাকাছি একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু হয় আরও একজনের। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় গুলি করা হয় তাকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply