Site icon Jamuna Television

ব্রাজিলে ভবন ধসে নিহত অন্তত ৫

ব্রাজিলের পারনামবুকো প্রদেশে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এখনও নিখোঁজ রয়েছে ৮ জন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার অভিযান। খবর রয়টার্সের।

শুক্রবার (৭ জুলাই) হয় এ ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বেশ কয়েকজনকে। নিরাপত্তাজনিত কারণে এরই মধ্যে আশপাশের ছোট বাড়িগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের।

ভবনটি ধসে পড়ার কারণ সম্পর্কে জানা যায়নি এখনও। তবে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টির কবলে পড়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি। অনেক স্থানেই হয়েছে ভূমিধসের ঘটনা।

এসজেড/

Exit mobile version