তামিম ইকবালের ফেরার সুখবর নিয়েই আজ (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তামিমের জায়গায় সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে হারের পর আজ টাইগারদের সামনে বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে জয় ছাড়া কোনো বিকল্প নেই হাথুরুসিংহের শিষ্যদের। কারণ এই ম্যাচে আফগানদের কাছে হারলে সিরিজ খোঁয়াতে হবে টাইগারদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (৮ জুলাই) বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। ওপেনার তামিম না থাকায় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। কিন্তু তার ম্যাচ খেলার সম্ভাবণা ক্ষীণ! সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে নাঈম শেখের। কেননা দলের সঙ্গে আর অনুশীলনের ভেতর থাকাতেই রনির চেয়ে এগিয়ে থাকবেন নাঈম। একাদশে একমাত্র পরিবর্তন নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।
২০১৪ সালের নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ড বাদে অন্য কোনো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ওয়ানডে সিরিজ হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে যদি বাংলাদেশ হোঁচট খায় তা হলে ইতিহাসে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ পাবে বাংলাদেশ।
এখন দেখার বিষয় খাদের কিনারা থেকে কি ফেরা সম্ভব হয় বাংলাদেশের? নাকি পা হড়কে গড়বে লজ্জার রেকর্ড?
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ/রনি তালুকদার, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
/আরআইএম
Leave a reply