আজকের দিনেই পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ একই সাথে সূর্যের আলোর দেখা পাবে। এই দিনে প্রায় ৮ বিলিয়নের মতো মানুষ এ আলো উপভোগ করতে পারবেন। তবে জায়গা ভেদে আলোর উজ্জ্বলতার তারতম্য হতে পারে। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক।
ইস্টার্ন সময় অনুযায়ী শনিবার (৮ জুলাই) সকাল ৭টায় পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ এক সাথে আলোর দেখা পাবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা, লন্ডন সময় দুপুর ১২টা ও নিউইয়র্ক সময় সকাল ৭টায় এই আলো পাওয়া যাবে।
এছাড়া উত্তর, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ মানুষ এ সূর্যালোক দেখতে পাবেন। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অন্ধকার থাকবে।
এর আগে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। এরপর নরওয়ে ভিত্তিক একটি ওয়েবসাইট এই সময়ের সত্যতা খুঁজে পায়।
তবে এ ঘটনা ততোটা বিরল নয় যতোটা আপনি মনে করছেন। কারণ পৃথিবীর ৯০ শতাংশ মানুষ উত্তর গোলার্ধে বাস করে। ফলে সময় গণনা করে দেখা গেছে, মে থেকে জুলাই মাস পর্যন্ত এ অঞ্চলে কিছুটা সময়ের জন্য হলেও একই রকমের আলো পেয়ে থাকে।
এটিএম/
Leave a reply