কর্মদক্ষতা তৈরির ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বললেন, শিক্ষা প্রতিষ্ঠানে রিসার্চ ফান্ড গঠনে ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।
শনিবার (৮ জুলাই) রাজধানীতে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে আলোচনায় এ তাগিদ দেন তিনি। জানান, শুধু বিএ-এমএ পাস নয়, বৈচিত্রকরণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার ধরন এবং কারিকুলামও পরিবর্তন প্রয়োজন। দেশের শিক্ষা ব্যবস্থায় রূপান্তর ঘটাতে সরকার কাজ শুরু করেছে।
এই আলোচনায় বলা হয়, সরকার শিক্ষাব্যবস্থা উন্নয়নে বাজেটে বরাদ্দ দিচ্ছে প্রতিবছর। কিন্তু তা পর্যাপ্ত নয়। এই খাতে আরও সহায়তা দরকার।
বক্তারা এতে আরও বলেন, দেশের শিল্পখাতে বড় সংখ্যাক বিদেশি কর্মী কাজ করে। তারা বছরে দেশ থেকে বেতন বাবদ নিয়ে যাচ্ছে ৮ থেকে ১০ বিলিয়ন ডলার। তাই কর্মক্ষেত্রে দক্ষতার বিকল্প নেই। দেশে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। কিন্তু তাকে দক্ষ করতে সময় যাচ্ছে অনেক।
/এমএন
Leave a reply