আরপিও সংশোধনের মাধ্যমে ইসি ঠুঁটো জগন্নাথে পরিণত: গণতন্ত্র মঞ্চ

|

সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর মাধ্যমে আগামী নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের নয়-ছয় করার কুমতলব বেরিয়ে এসেছে। নির্বাচন কমিশনকে একপ্রকার ঠুঁটো জগন্নাথে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

শনিবার (৮ জুলাই) সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের নীল নকশা বাস্তবায়ন করতেই সংশোধনী আনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নানাদিক থেকেই ঝুঁকিপূর্ণ। আরপিও এর সংশোধনী সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। সংবিধান নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোট আয়োজনের যে দায়িত্ব দিয়েছে, আরপিওর এই সংশোধনী তার পরিপন্থী। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশননের হাত-পা বেঁধে ফেলা হলো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply