প্রিয় ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় বললেন ডি গিয়া

|

ডেভিড ডি গিয়া।

এক দশকের বেশি সময় রেড ডেভিলদের জার্সিতে গোলপোস্ট সামলানোর পর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিলেন স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়ে ম্যানইউ ত্যাগের কথা জানান ডি গিয়া।

ওই ফেসবুক পোস্টে ডি গিয়া লেখেন, আমার এ বার্তা ম্যানচেস্টার ইউনাইটেডের সকল সমর্থকের প্রতি। গত ১২ বছর আপনারা যে সমর্থন ও ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এক যুগ আগে স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে ম্যানইউয়ে আনার পর থেকে এ পর্যন্ত আমরা অনেক কিছু জিতেছি। ম্যান ইউয়ের জার্সি গায়ে খেলতে, নেতৃত্ব দিতে, এই মহান ইসটিটিউশন ও বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য সবসময়ই গর্বের। এমন সৌভাগ্য খুব কম ফুটবলারেরই হয়।

আমি এখানে আসার পর থেকে দারুণ সুন্দর সময় কাটিয়েছি। এমন সব সাফল্য পেয়েছি যা আমি কখনও ভুলতে পারবো না। এখন নতুন কিছুর সাথে মানিয়ে নেয়ার সময়, সময় এসেছে নতুন চ্যালেঞ্জ নেয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার হৃদয়ে থাকবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply