ডেমোক্রেসি, হিউম্যান রাইটস আসলে ভাঁওতাবাজি। মিসিং লোকের সংখ্যা না থাকলেও পশ্চিমারা ভুল তথ্য দিয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই দেশে নেই, এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এসব কথা বলেন তিনি। দাবি করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটা গোষ্ঠী মিথ্যাচার করছে। দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নেই। যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আছে বলে, তাদেরকে আয়নায় চেহারা দেখতে বলেন তিনি।
এ কে আব্দুল মোমেন আরও বলেন, কোনো দেশে নির্বাচন দেখতে পর্যবেক্ষক যায় না। আমোদের দেশে আসতে চাইলে স্বাগত। না আসলে নাই। এটা আমলে নেয়ার সুযোগ নেই। এই কালচার বন্ধ হওয়া দরকার। আমেরিকা, ইইউকে পর্যবেক্ষণে স্বাগত; তাদের পরামর্শ নেব। কিন্তু ইলেকশন প্রসেস ধ্বংস করলে সেটা দেশের জন্য খারাপ। বাংলাদেশ কোনো চাপে নেই। সব দলের আন্তরিকতা দরকার শুধু।
/এমএন
Leave a reply