জনগণ নয়, বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৯ জুলাই) দুপুরে প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদ মেম্বারদের জাতীয় সংগঠনের সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বিদেশিদের কাছে নালিশ করে দেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, আলোচনা না করে বিদেশিদের কাছে গিয়ে জনগণকে অসম্মান করছে তারা। নির্বাচন কমিশন গত ৫টি সিটি নির্বাচন করেছে তা বিশ্বের কাছেও উদাহরণ।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ভোটে না আসলেও গত নির্বাচনগুলোতে ৫০ শতাংশ ভোট পড়েছে; যা বিএনপির ওপর জনগণের চপেটাঘাত। আগামী নির্বাচনে জনগণ যেন ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করে সে জন্য চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আরও পড়ুন: ন্যূনতম নিরাপত্তাও ছিল না; সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস প্রসঙ্গে পলক

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply