মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে স্নাতকোত্তর পর্যায়ের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা সারাদেশের সরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার (৯ জুলাই) থেকে কর্মবিরতিতে যায় তারা। এ সময় ভাতা নিয়মিত দেয়ার দাবি জানান তারা।
অবিলম্বে ভাতা বৃদ্ধি ও নিয়মিত না করা হলে আগামী বুধবার সারাদেশের ট্রেইনি চিকিৎসকদের সমন্বয়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলরত চিকিৎসকরা। বিক্ষোভের অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মবিরতি ও গণঅনশন শেষে এ কর্মসূচি ঘোষণা দেন তারা।
এদিকে, ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ার এ সময়ে ট্রেইনি চিকিৎসকরা কাজ বন্ধ রাখায় রোগীদের স্বাভাবিক সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
/এমএন
Leave a reply