সিলেট-তামাবিল সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

|

ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক পরিষদ। রোববার (৯ জুলাই) এক সভা শেষে এ ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিক পরিষদের নেতারা।

এর আগে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহতের ঘটনায় সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মিনিবাস বন্ধের ঘোষণা দিয়েছিল বৃহত্তর জৈন্তার ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবিতে শনিবার (৮ জুলাই) রাতে জরুরি বৈঠক শেষে কমিটি এ ঘোষণা দেয়। উপজেলার দরবস্ত বাজার মসজিদে এ বৈঠক হয়। মূলত এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

সোমবার (১০ জুলাই) সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে। এদিকে রোববার বাস চলতে না দেয়ায় জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply