এডিসের লার্ভার খোঁজে যমুনার ক্যামেরা, অভিযানের বাইরে রাজধানীর বহু এলাকা

|

এডিস মশা নিধনে এখনো সিটি করপোরেশনের অভিযানের বাইরে রাজধানীর বহু এলাকা। ঈদের পর মশার ওষুধই দেয়া হয়নি বনশ্রী, রামপুরা, আফতাবনগর, বাসাবো, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায়। নির্মাণাধীন ভবনসহ বাসাবাড়ির আশপাশে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। সেসব এলাকার বহু রোগী এখন ডেংগু নিয়ে হাসপাতালে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকায় সবশেষ অভিযান হয় ঈদের আগে। সেসময়ই দেয়া হয়েছিল মশার ওষুধ। এ সময়ের মধ্যে জমে থাকা পানিতে জন্মেছে এডিস মশা। লার্ভা পাওয়া গেলো এ ব্লকের নির্মাণাধীন ভবনে।মশার যন্ত্রণায় অতিষ্ট এলাকাবাসী। আশপাশের অনেকেই এরইমধ্যে ডেঙ্গু আক্রান্ত।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার চারদিকটা নর্দমা, আছে আবাসিক। ডেংগুতে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

এছাড়া দক্ষিণ সিটির মুগদা হাসপাতালে এলাকার রোগী আছেন কমপক্ষে শ’খানেক৷ অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, আটকে থাকা পানিতে বড় হচ্ছে এডিসের লার্ভা। হাসপাতাল থেকে রোগীদের তথ্য নিয়ে ডেঙ্গুর ক্লাস্টার ঠিক করে অভিযান চালানোর কথা। যা এখনো হয়নি বহু এলাকায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply