Site icon Jamuna Television

এস-৪০০ মিসাইল ও এফ-৩৫ যুদ্ধবিমান দুটোই তুরস্কের দরকার: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মিসাইল ও যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দুটোই তুরস্কের দরকার।

আজ শুক্রবার তুরস্কের বালিকাসির প্রদেশে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এরদোগান আরও বলেন, ‘এসব অস্ত্র কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে প্রাধান্য দেবে না তার সরকার। তুর্কি প্রেসিডেন্ট সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সেগুলো আমাদের কাছে আসবে। অন্যদিকে মার্কিনীদের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরির প্রকল্পে আমরাও অংশীদার। তুরস্ক এখন পর্যন্ত ৯০০ মিলিয়ন ডলার পরিশোধও করেছে। বাকি খরচও দেয়ার পথে।’

তবে এফ-৩৫ আটকে দিলে অন্য কোথাও থেকে যুদ্ধবিমান কেনারও ঘোষণা দেন এরদোগান। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। মিত্র দেশ যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনুক তা চায় না ওয়াশিংটন। ফলে অস্ত্রটি কেনা হলে এফ-৩৫ যুদ্ধবিমান তুরস্ককে না দেয়ার চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।

Exit mobile version