বাংলাবান্ধায় বন্ধ পাথর আমদানি, বিপাকে ব্যবসায়ীরা

|

ভারত-ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাবান্ধার ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকেরা। এজন্য ভারতীয় ব্যবসায়ীদের দায়ী করেছেন তারা। বন্দর সংশ্লিষ্টদের আশা-অচিরেই কেটে যাবে জটিলতা।

বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদের ৬ দিনের ছুটি শেষে গত ৩ জুলাই থেকে চালু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে কেবল আসছে না পাথর।

এই স্থলবন্দর দিয়ে ভারতের পাশাপাশি ভুটান থেকেও আসে পাথর। তবে হঠাৎ করে তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এজন্য ভারতীয় ব্যবসায়ীদের দায়ী করেছেন তারা।

বাংলাবান্ধায় গড়ে উঠেছে পাথর ভাঙা শিল্প। জড়িত বহু শ্রমিক। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। পাথর আমদানি বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। বন্দর সংশ্লিষ্টদের আশা-শিগগিরই অবসান হবে জটিলতার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply