২০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে স্পেন উপকূলে নৌকা নিখোঁজ

|

২০০ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে স্পেন উপকূলে নিখোঁজ হয়েছে একটি নৌযান। ধারণা করা হচ্ছে, ক্যানারি আইল্যান্ডসের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়েছে সেনেগালের নৌকাটি।

তল্লাশি অভিযান শুরু করেছে স্প্যানিশ উদ্ধারকারী দল। একটি বিমানও যুক্ত হয়েছে অনুসন্ধানে। সহায্যকারী সংস্থা ওয়াকিং বর্ডার্স জানায়, সেনেগালের দক্ষিণের একটি শহর থেকে গত ২৭ জুন রওয়ানা দিয়েছিলো মাছ ধরার নৌকাটি। এক সপ্তাহেরও বেশি সময় আগে নিখোঁজ হয় সেটি।

নিখোঁজ যাত্রীরা সবাই আফ্রিকার নাগরিক। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। একই সময় আরও দু’টি নৌকা নিখোঁজ হয় বলেও আশঙ্কা করা হচ্ছে। ধারণা, দুই নৌযানে ১২৫ জনের মতো অভিবাসন প্রত্যাশী ছিল।

গত মাসে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী নৌযান দুর্ঘটনায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হয়। ৭৮ জনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ৫ শতাধিক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply