যত টাকা লাগে, আমি দিবো। আপনারা গবেষণা করেন; চিকিৎসকদের উদ্দেশে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। সোমবার (১০ জুলাই) দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকার প্রধান তার বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজকে ঢেলে সাজানোর পাশাপাশি হাসপাতালের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন। বললেন, এই হাসপাতালে প্রায় চার হাজার রোগী একসাথে চিকিৎসা নিতে পারবেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, সরকার মানুষের ঘরে ঘরে গিয়ে মশা মারতে পারবে না। তাই নাগরিকদের সচেতনতার পাশাপাশি নিজেদের ঘর পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান সরকার প্রধান।
/এমএন
Leave a reply