রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় দুই ভাইসহ নিহত ৩, আহত অন্তত ১৫

|

নিহতদের পরিবারের আহাজারি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের ইয়াসপুরে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কাওকে আটক করেনি পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে ধানের জমিতে চারা রোপন করতে গেলে প্রতিপক্ষের হামলায় নিহত হন তারা। নিহতরা হলেন, গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে নাইমুর ও মেহের আলী এবং রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা।

রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী সেলিম রেজার সাথে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী আশিক চাঁদের ১৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৮টার দিকে ইয়াসপুরে সেলিম রেজার লোকজন জমিতে ধানের চারা রোপন করতে গেলে পরিকল্পিতভাবে আশিক চাঁদের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নাইমুর ও মেহের আলী নিহত হন। পরে সোহেল রানাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply