রোহিতের অধিনায়কত্বে হতাশ সুনীল গাভাস্কার

|

ছবি: সংগৃহীত

আইসিসি টুর্নামেন্টগুলোতে দীর্ঘসময় ধরেই সফলতার মুখ দেখছে না ক্রিকেট পরাশক্তি ভারত। ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেছে মেন ইন ব্লুজদের। সেমিফাইনাল বা ফাইনাল খেললেও ট্রফি হাতে তুলতে ব্যর্থ হয়েছে কোহলি-রোহিতরা। খবর হিন্দুস্তান টামসের।

আইসিসি টুর্নামেন্টে সফল হতে না পারার পেছনে অধিনায়কের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। এতো ভালো খেলোয়াড় দলে পেয়েও ট্রফি জিততে না পারাটা সুনীলের কাছে হতাশার।

সুনীল গাভাস্কার বলেন, আমি তার (রোহিত) কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। ভারতের মাটিতে ভালো করা এক কথা, বিদেশের মাটিতে ভালো করাই আসল, সেটাই আসলে মূল পরীক্ষা। এই জায়গাটায় সে কিছুটা হতাশ করেছে। এমনকি টি-টোয়েন্টি সংস্করণেও। আইপিএলের এত অভিজ্ঞতা নিয়ে, অধিনায়ক হিসেবে শত শত ম্যাচ খেলে, সেই সঙ্গে আইপিএলের সেরা খেলোয়াড়দের নিয়ে সাজানো দলে নিয়ে ফাইনালে (বিশ্বকাপ) উঠতে না পারা হতাশাজনক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের জন্য অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার। তার মতে, ম্যাচে দলের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন করা উচিত অধিনায়ক ও কোচকে।

সুনীল গাভাস্কার আরও বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, কেন আপনারা প্রথমে ফিল্ডিং নিলেন? ঠিক আছে, টসের সময় এটার ব্যাখ্যা করা হয়েছে যে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে। এরপর প্রশ্ন হওয়া উচিত, শর্ট বলে ট্রাভিস হেডের দুর্বলতা সম্পর্কে আপনারা জানতেন না? সে যখন ৮০ করে ফেললো, তখনই কেবল কেনো বাউন্সার দেয়া হলো। হেড যখন ব্যাটিংয়ের জন্য ক্রিজে গেল, ধারাভাষ্য কক্ষে রিকি পন্টিং বলছিল, তাকে বাউন্সার মারো, বাউন্সার মারো। সবাই এটা জানতো, কিন্তু আমরা চেষ্টাও করিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারতের পথচলা শুরু হচ্ছে আগামী বুধবার (১২ জুলাই), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২০ জুলাই। এরপর দুই দল তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply