ঝিনাইদহে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের মারামারি, আহত অন্তত ৭

|

ঘটনাস্থলের ভিডিও থেকে সংগৃহীত ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি:

আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রদলের প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন।

রোববার (৯ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তবিবুর রহমান সাগরের উপস্থিতিতে এ ঘটনা ঘটে ।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সহ-সভাপতি  ইমরান হোসেন জানান, আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে ৬টি উপজেলার ২০টি ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবদের অংশগ্রহণে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে, কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবকে তাদের নির্ধারিত স্থানে বসতে দিলে ওই আসনে আগে থেকেই বসে থাকা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজল আহমেদ উঠে যেতে অস্বীকৃতি জানান।

এ পরিস্থিতিতে জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সজলকে উঠতে বললেও তিনি কর্নপাত করেননি। এ সময়, সমিনের ওপর চড়াও হন সজলের অনুসারী জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক বকতিয়ার মাহমুদ।

এরপর সবাই সেখান থেকে বের হয়ে হাতাহাতিতে জড়ায় দুইপক্ষ। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তিনিও হেনস্তার শিকার হন।

জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন জানান, পরে জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি  ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শ্রী তন্ময় ঘোষ, জাফর, আব্দুলাহ এবং মাজেদসহ ৭-৮ জন আহত হন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply