মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি পেলেন ইরানের নারীরা

|

ছবি: সংগৃহীত

নারীদেরকে মাঠে বসে খেলা দেখার অনুমতি দিল ইরান। দীর্ঘসময় নিষেধাজ্ঞার পর আগামী মৌসুম থেকে গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করতে পারবেন দেশটির নারীরা। রোববার (৯ জুলাই) ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিশ্চিত করেছেন।

এ সম্পর্কে মেহদি বলেন, এ বছর ফুটবল লিগে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে, সবগুলো স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি মিলেছে।

বিশেষ উপলক্ষ্য ছাড়া এর আগে ইরানের নারীরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতো না। গত বছর আগস্টে ইরানে ছেলেদের ঘরোয়া ফুটবলে জাতীয় চ্যাম্পিয়নশিপ ম্যাচে মেয়েদের খেলা দেখার অনুমতি দেয়া হয়। তবে, এবার পুরোপুরি উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা।

১৬ দল নিয়ে আগামী মাস থেকে শুরু হবে ইরানের শীর্ষ লিগ, সেখানেই গ্যালারিতে প্রিয় দলকে সমর্থন দিতে পারবেন ইরানের ফুটবলপ্রেমী মেয়েরা।

ইরানের কিছু কিছু শীর্ষ কর্মকর্তা অবশ্য ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও অবকাঠামোগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। মেহদি জানিয়েছে রাজধানী শহর তেহরানে না হলেও ইসফাহান, কারমান ও আহভাজের স্টেডিয়ামগুলো নারীদের প্রবেশের জন্য পুরোপুরি প্রস্তুত।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply