‘সুড়ঙ্গ’ এবার যাচ্ছে পশ্চিমবঙ্গে

|

ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলা সুড়ঙ্গ এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। চলতি মাসেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আগ্রহী হয়ে সিনেমাটি আমদানি করছে। খবরটি জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক রেদওয়ান রনি। চরকির প্রধান এ নির্বাহী জানান, ‘সুড়ঙ্গ’ শীঘ্রই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

ঈদুল আজহায় ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। দেশের সীমানা পেরিয়ে সুড়ঙ্গ পাড়ি জমিয়েছে বিদেশের মাটিতেও। এবার পশ্চিমবঙ্গ সুড়ঙ্গকে পেতে যাচ্ছে। ভারতীয় সাংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সেন্সর বোর্ডে ছবিটি পাঠানো হয়েছে। ছাড়পত্র পেলে আগামী ২২ জুলাই সেখানে ছবিটি মুক্তি পাবে।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’র ডিসট্রিবিউটর শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এর আগে, চলতি বছর চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটিও পশ্চিমবঙ্গে মুক্তি পায়। সেখানে বেশ সাড়া ফেলে হাওয়া।

দ্বিতীয় সপ্তাহেও দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলছে ছবিটি। প্রদর্শনীগুলো রীতিমতো হাউসফুল যাচ্ছে। সিনেমার সাফল্যে মুক্তির ১০ দিন পরই এক অনুষ্ঠানের আয়োজন করেছিল সিনেমার নির্মাতারা।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে অভিষেকেই সাড়া ফেলেছেন আফরান নিশো। তার সাথে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার প্রমুখ। চিত্রনাট্যে ছিলেন নাজিম উদ দৌলা। যিনি এর আগেও ‘শান’, ‘দামাল’, ‘অপারেশন সুন্দরবন’এ কাজ করে প্রশংসিত হয়েছেন।

/এএম/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply