ইডেনে সবচেয়ে সস্তা বাংলাদেশ ম্যাচের টিকিট

|

ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে বসতে যাওয়া ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ ঘনিয়ে আসছে। ভেন্যু আর সূচি চূড়ান্তের পর তাই এবার একে একে প্রকাশ করা হচ্ছে ম্যাচ টিকেটের দামও। এবারের আসরের মোট ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। যেখানে সবচেয়ে সস্তা টিকেট বাংলাদেশের ম্যাচের।

সম্প্রতি প্রত্যেক ম্যাচের জন্য আলাদা টিকেটের দাম প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি। সবমিলিয়ে ৬৫০ থেকে ৩০০০ ভারতীয় রুপি পর্যন্ত খরচ করলেই কলকাতার মাঠে বসে দেখা যাবে বিশ্বকাপের খেলা।

সিএবি জানিয়েছে, সাধারণ মানুষের সামর্থ বিবেচনা করে ম্যাচপ্রতি আলাদা আলাদা টিকিটের দর ধার্য করা হয়েছে। আর তাতে সবচেয়ে কম খরচ হবে বাংলাদেশ- নেদারল্যান্ডস ম্যাচ দেখতে।

ছবি: সংগৃহীত

ইডেনের আপার টিয়ারে বসে বাংলাদেশের এই ম্যাচ দেখতে চাইলে ব্যয় হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ রুপি। আর ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের মূল্য ১৫০০ রুপি।

খরচের দিক থেকে এরপরেই আছে পাকিস্তান-ইংল্যান্ড এবং পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের টিকিট। এই দুই ম্যাচের জন্যে একই পরিমাণ অর্থ খরচ করতে হবে দর্শকদের। এ দুই খেলায় আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ রুপি. ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকে খেলা দেখতে চাইলে খরচ হবে ১২০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ রুপি। আর ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসতে খরচ হবে সবচেয়ে বেশি। এখানের প্রতি সিটের জন্য খরচ ২২০০ রুপি।

বিশ্বকাপে ইডেনের সবচেয়ে বেশি দামের ম্যাচ হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল। এই দুই ম্যাচের জন্য ইডেনের আপার টিয়ারের টিকিটের দাম রাখা হয়েছে ৯০০ রুপি। ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য ১৫০০ রুপি। ‘সি’ ও ‘কে’ ব্লকের টিকিটের দর ২৫০০ রুপি। আর সবচেয়ে ব্যয়বহুল ‘বি’ ও ‘এল’ ব্লকের গ্যালারিতে এই দুই ম্যাচের টিকিটমূল্য ৩০০০ হাজার রুপি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply