আটলান্টিক থেকে আরও ৮৬ অভিবাসনপ্রার্থী উদ্ধার স্পেনে

|

আটলান্টিক মহাসাগর থেকে ৮৬ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। সোমবার (১০ জুলাই) তাদের বন্দরে নিয়ে আসা হয়। খবর আল জাজিরার।

স্বেচ্ছাসেবী সংগঠন এমএসসি মার্তা জানায়, এদিন গ্র্যান ক্যানেরিয়া দ্বীপের কাছে অভিবাসনপ্রার্থী বোঝাই একটি ডিঙ্গি নৌক শনাক্ত করা হয়। মারাত্মক দুর্ঘটনায় পড়েছিলেন ওই নৌকার অভিবাসনপ্রার্থীরা। এ সময় তল্লাশি বিমানের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই নৌকার আরোহীদের সবাই সেনেগালের নাগরিক। তাদের মধ্যে ৮০ জন পুরুষ এবং ছয়জন নারী ছিলেন।

এর আগে, গত সপ্তাহে আফ্রিকা ছেড়ে আসা ২০০ অভিবাসনপ্রার্থী বোঝাই নৌকা নিখোঁজ হয়। তারপরই ঐ সমুদ্ররুটে তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। স্প্যানিশ সরকারের তথ্য অনুসারে, বছরের প্রথম ছয় মাসে দেশটিতে পৌঁছেছেন ৭ হাজার ২১৩ জন অভিবাসনপ্রত্যাশী। সংখ্যাটি গত বছরের তুলনায় ১৮ শতাংশ কম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply